Friday, May 16, 2025

ঠিক এক বছর পরেই আধুনিক ম্যারাথনের শতবর্ষ।

সেই শতবর্ষের প্রাক্কালে আজ, রবিবার সকালে রেড রোডে হয়ে গেল প্রথম টাইমস হাফ ম্যারাথন। অ্যাপোলো গ্লেনেগেলস ও টাইমস- এর সহযোগিতায়। প্রায় ৫ হাজার প্রতিযোগী দৌড়ালেন। তিনটি ক্যাটাগরিতে ম্যারাথন হল। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও তিন কিলোমিটার ফান রেস।


আন্তর্জাতিক ম্যারাথনের নিয়ম মেনে আড়াই কিলোমিটার দূরে জল ও এনার্জি ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল । চিকিৎসকদের একটি টিম ছিলেন সঙ্গে সঙ্গে। ছিল ভ অ্যাম্বুলেন্সও।
‘রান ফর ফ্রেশ এয়ার’- এই স্লোগান রাখা হয়েছিল টাইমস হাফ ম্যারাথনের
। শহর কলকাতা দূষণের কবলে থাকলে রেড রোডের অঞ্চলে দূষণ কিছুটা কম। সকালের দিকে আরও কম থাকে। মুক্ত বাতাসের মধ্যে দৌড়নোর আনন্দই আলাদা।
প্রায় তিন কিলোমিটার ফান রেসে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে দৌড়ালেন সবাই । রবিবারের সকালে একেবারে হালকা মুডে। ২১ কিলোমিটার ম্যারাথনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত ও রাজ্যের বেশ কিছু সিরিয়াস ম্যারাথনার যোগ দিয়েছিলেন এই ম্যারাথনে।


এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণ বলেছেন, ‘ম্যারাথন কিন্তু শরীর চর্চার একটা ভালো উপায়। নিয়ম করে রোজ সকালে একটু শারীরিক কসরৎ করলে অনেকটাই সুস্থ থাকা যায়। রবিবারের টাইমস হাফ ম্যারাথনের দৌড়নোর পর কেউ যদি তারপর দিন থেকে নিয়মিত শরীর চর্চা করতে থাকেন, সেখানেই ম্যারাথনের সার্থকতা।


ম্যারাথনে নিজের অভিজ্ঞতাও শেয়ার করতে গিয়ে এশিয়াডের সোনাজয়ী বলেন, ‘স্কুলে পড়ার সময় একবার তিন কিলোমিটার দৌড়েছিলাম। দারুণ লেগেছিল। সেই থেকে ম্যারাথন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নিজেও ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু করেছেন।
রবিবার এই ম্যারাথনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও অভিনেত্রী সাংসদ নুসরত জাহান প্রমুখ । যাঁরা সকলেই রীতিমতো শরীর চর্চা করে থাকেন।

Related articles

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল...

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...
Exit mobile version