দীর্ঘ অপেক্ষার পর সেরার তকমা। হলিউডের ম্যাচো হিরো ব্র্যাড পিট পেলেন অস্কার। তার আগে অবশ্য প্রযোজক হিসাবে ‘ইয়ারস আ স্লেভ’ ছবির জন্য পেয়েছিলেন। এবার অভিনেতা ব্র্যাড পেলেন। মনের শান্তি, প্রাণের আরাম। ছবির নাম ‘ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। আর পুরস্কার নিতে উঠে ট্রাম্পের ইম্পিচমেন্ট নিয়ে ঠাট্টা করতে ভুললেন না। বললেন মাত্র ৪৫ সেকেন্ডে কী বলবো! যদিও সেনেটর জন বোল্টনের চেয়ে বেশি সময় পেয়েছি। এ নিয়ে ছবি বানানো উচিত। অভিনন্দন জানাতে ভুললেন না ছবির সহ অভিনেতা লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োকেও।
