Wednesday, August 27, 2025

ভিডিও বার্তার মাধ্যমে দেশে ফেরানোর আবেদন জানালেন জাহাজে আটকে থাকা ভারতীয় বিনয়কুমার সরকার। ৫ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামায় করোনা আক্রান্তদের সঙ্গে জাহাজে রয়েছেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তিনি ভিডিও বার্তায় রাষ্ট্রপুঞ্জ কাছে আবেদন জানিয়েছেন। তাঁর সঙ্গে ওই জাহাজে আরও ৫ ভারতীয় আটকে রয়েছেন বলে খবর।
উত্তরবঙ্গের বাসিন্দা বিনয় ভিডিও বার্তায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী যেভাবেই হোক আমাদের দ্রুত উদ্ধার করুন। কিছু হয়ে গেলে, তখন আর উদ্ধার করে কোনও লাভ হবে না।’’ ওই জাহাজে প্রায় ৬২ জন ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্তয জাহাজে থাকা ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
প্রিন্সেস ডায়মন্ড জাহাজে কর্মরত বিনয়। তিন বছর আগে গোয়ায় লেখাপড়া শেষ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। কর্মসূত্রে বর্তমানে জাপানে থাকেন তিনি। জাহাজে হংকং থেকে টোকিও ফিরছিলেন তিনি। করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইয়োকোহামায় জাহাজটি আটকে দেওয়া হয়। ওই ভিডিওতে বিনয় জানিয়েছেন, জাহাজে ক্রু ও যাত্রী সমেত মোট ১৬০ জন রয়েছেন। তার মধ্যে ৬২জন ইতিমধ্যে করোনা আক্রান্ত। এনিয়ে ফেসবুকেও একটি পোস্ট করেন তিনি।
করোনাভাইরাস চিনে কমপক্ষে এক হাজার মানুষের প্রাণ কেড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে ছড়িয়েছে আতঙ্ক। এই অবস্থার সমাধান সূত্র বার করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে বিজ্ঞানীরা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version