Sunday, May 18, 2025

ভিডিও বার্তার মাধ্যমে দেশে ফেরানোর আবেদন জানালেন জাহাজে আটকে থাকা ভারতীয় বিনয়কুমার সরকার। ৫ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামায় করোনা আক্রান্তদের সঙ্গে জাহাজে রয়েছেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তিনি ভিডিও বার্তায় রাষ্ট্রপুঞ্জ কাছে আবেদন জানিয়েছেন। তাঁর সঙ্গে ওই জাহাজে আরও ৫ ভারতীয় আটকে রয়েছেন বলে খবর।
উত্তরবঙ্গের বাসিন্দা বিনয় ভিডিও বার্তায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী যেভাবেই হোক আমাদের দ্রুত উদ্ধার করুন। কিছু হয়ে গেলে, তখন আর উদ্ধার করে কোনও লাভ হবে না।’’ ওই জাহাজে প্রায় ৬২ জন ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্তয জাহাজে থাকা ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
প্রিন্সেস ডায়মন্ড জাহাজে কর্মরত বিনয়। তিন বছর আগে গোয়ায় লেখাপড়া শেষ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। কর্মসূত্রে বর্তমানে জাপানে থাকেন তিনি। জাহাজে হংকং থেকে টোকিও ফিরছিলেন তিনি। করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইয়োকোহামায় জাহাজটি আটকে দেওয়া হয়। ওই ভিডিওতে বিনয় জানিয়েছেন, জাহাজে ক্রু ও যাত্রী সমেত মোট ১৬০ জন রয়েছেন। তার মধ্যে ৬২জন ইতিমধ্যে করোনা আক্রান্ত। এনিয়ে ফেসবুকেও একটি পোস্ট করেন তিনি।
করোনাভাইরাস চিনে কমপক্ষে এক হাজার মানুষের প্রাণ কেড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে ছড়িয়েছে আতঙ্ক। এই অবস্থার সমাধান সূত্র বার করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে বিজ্ঞানীরা।

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version