Saturday, November 8, 2025

‘স্পেশাল-স্ট্যাটাস’ রদ করার পর মার্চে কাশ্মীরে প্রথমবার কোনও ভোট হতে চলেছে

Date:

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ‘স্বাভাবিক’ বোঝাতে মরিয়া কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রশাসিত এই এলাকার প্রধান নির্বাচনী আধিকারিক শালিন্দর কুমার জানিয়ে দিলেন, “আগামী মার্চে মোট ৮ দফায় শূন্য থাকা পঞ্চায়েত আসনগুলির উপনির্বাচন হবে৷” উপত্যকার ‘বিশেষ মর্যাদা’ রদের প্রায় ৭ মাস পর এই প্রথম সেখানে কোনও রাজনৈতিক কর্মকাণ্ড হতে চলেছে।

জম্মু ও কাশ্মীরে প্রায় ১৩,০০০ পঞ্চায়েত আসন শূন্য৷ ফলে এই ভোটপর্বকে ‘উপনির্বাচন’ বলা হলেও আসন সংখ্যার নিরিখে বেশ বড় পর্যায়ের ভোটই হবে৷
আগামী মার্চে মোট ৮ দফায় প্রায় ১৩ হাজারের কাছাকাছি আসনে নির্বাচন হতে চলেছে বলে ঘোষণা করলো নির্বাচন কমিশন।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর’কে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ঘোষণা করা হয়৷ খর্ব করা হয় ‘স্পেশাল-স্ট্যাটাস’৷
জম্মু ও কাশ্মীরের প্রধান নির্বাচনী আধিকারিক শালিন্দর কুমার জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে”। আগামী মার্চে মোট ৮ দফায় পঞ্চায়েতের আসনগুলিতে উপনির্বাচন হবে। এর আগে ২০১৮ সালে সেখানে শেষবারের মতো পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই সময় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিরুদ্ধে প্রতিবাদ করে সেখানকার দুটি বড় রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (PDP) এবং ন্যাশনাল কনফারেন্স নির্বাচনে অংশ নেয়নি। কাশ্মীরের জনতার অধিকাংশই ওই নির্বাচন বয়কট করেন এবং সব মিলিয়ে সেই সময় ১২,০০০ এরও বেশি পঞ্চায়েত আসন শূন্য থেকে যায়।

ওদিকে PSA আইনে জম্মু ও কাশ্মীরের প্রভাবশালী রাজনৈতিক নেতা ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা, এবং মেহবুবা মুফতিকে গত কয়েকমাস ধরেই বন্দি করে রাখা হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই এবার ওই নির্বাচন হতে চলেছে। গত সপ্তাহেই, উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে জননিরাপত্তা আইনের আওতায় বন্দি রাখার কথা ঘোষণা করা হয়। ওই আইনের মাধ্যমে কোনও ব্যক্তিকে বিনা বিচারে কমপক্ষে ৩ মাস পর্যন্ত বন্দি রাখা যায় এবং পরবর্তীতে একাধিক বার ওই বন্দি দশার মেয়াদ বাড়ানো যায়। গত ৬ মাসেরও বেশি সময় ধরে তাঁদের আটক করে রাখা হয়েছে।

আরও পড়ুন-কাজে গাফিলতি বরদাস্ত নয়, কড়া প্রশাসক মমতা

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...
Exit mobile version