Thursday, May 8, 2025

সারদা ও নারদ- তদন্ত কি মোড় নিতে চলেছে?

CBI- এর সদর দফতর কিছুদিন আগে সারদা ও নারদ মামলার তদন্তকারী অফিসারদের কলকাতা থেকে দিল্লিতে বদলির নির্দেশ জারি করেছিল৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আচমকা সেই বদলির নির্দেশ স্থগিত ঘোষণা করেছে৷ নতুন এই নির্দেশ ঘিরে এর ফলে জল্পনা তৈরি হয়েছে। এই দুই মামলায় কি নতুন কোনও পদক্ষেপ করতে চলেছে CBI ?
বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলার তদন্তকারী অফিসার এবং নারদ-কাণ্ডের তদন্তের ভারপ্রাপ্ত অফিসারদের CBI বদলি করে৷ বদলির তালিকায় ছিলেন সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন ও নারদ-কাণ্ডের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার। তথাগত বর্ধন ও রঞ্জিত কুমারকে দিল্লিতে বদলি করা হয়েছিল। এছাড়া রোজ ভ্যালির দুই তদন্তকারী অফিসারকেও বদলি করা হয় ভুবনেশ্বরে। সূত্রের খবর, ওই দুই অফিসারের বদলির নির্দেশ আপাতত স্থগিত করা হয়েছে৷ এই দুই অফিসারই সারদা ও নারদ মামলার তদন্ত চালাবেন। দুই তদন্তকারী অফিসারকে আগামী ৩ মাসের জন্য কলকাতাতেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে CBI সূত্রের খবর। সারদা ও রোজভ্যালির মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা এখনও বাকি। এই পরিস্থিতিতে মামলার তদন্তকারী অফিসারদের বদলি ঘিরে শোরগোল শুরু হয়। গত প্রায় ৪ বছর ধরে নারদ স্টিং অপারেশন মামলার তদন্ত চালানোর পর যখন চার্জশিট পেশের প্রস্তুতি শুরু হয়েছে, সেই সময়ে ওই মামলার তদন্তকারী অফিসারের বদলি ঘিরেও প্রশ্ন ওঠে। যদিও ওই বদলিকে রুটিন বদলি বলে দাবি করে CBI সূত্রে জানানো হয়, দেশ জুড়ে ২০০ অফিসারের বদলি হয়েছে।
ওদিকে, নিজের বদলির ব্যাপারে আপত্তি জানিয়ে DSP পদমর্যাদার অফিসার রঞ্জিত কুমার চিঠি দেন সংস্থার শীর্ষকর্তাদের। চিঠিতে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জিও জানান৷ সূত্রের খবর, সারদা ও নারদ মামলার গুরুত্ব বিচার করেই CBI শীর্ষকর্তারা ওই দুই তদন্তকারী অফিসারের বদলি ৩ মাসের জন্য স্থগিত করেছেন।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version