Wednesday, August 27, 2025

সারদা ও নারদ- তদন্ত কি মোড় নিতে চলেছে?

CBI- এর সদর দফতর কিছুদিন আগে সারদা ও নারদ মামলার তদন্তকারী অফিসারদের কলকাতা থেকে দিল্লিতে বদলির নির্দেশ জারি করেছিল৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আচমকা সেই বদলির নির্দেশ স্থগিত ঘোষণা করেছে৷ নতুন এই নির্দেশ ঘিরে এর ফলে জল্পনা তৈরি হয়েছে। এই দুই মামলায় কি নতুন কোনও পদক্ষেপ করতে চলেছে CBI ?
বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলার তদন্তকারী অফিসার এবং নারদ-কাণ্ডের তদন্তের ভারপ্রাপ্ত অফিসারদের CBI বদলি করে৷ বদলির তালিকায় ছিলেন সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন ও নারদ-কাণ্ডের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার। তথাগত বর্ধন ও রঞ্জিত কুমারকে দিল্লিতে বদলি করা হয়েছিল। এছাড়া রোজ ভ্যালির দুই তদন্তকারী অফিসারকেও বদলি করা হয় ভুবনেশ্বরে। সূত্রের খবর, ওই দুই অফিসারের বদলির নির্দেশ আপাতত স্থগিত করা হয়েছে৷ এই দুই অফিসারই সারদা ও নারদ মামলার তদন্ত চালাবেন। দুই তদন্তকারী অফিসারকে আগামী ৩ মাসের জন্য কলকাতাতেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে CBI সূত্রের খবর। সারদা ও রোজভ্যালির মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা এখনও বাকি। এই পরিস্থিতিতে মামলার তদন্তকারী অফিসারদের বদলি ঘিরে শোরগোল শুরু হয়। গত প্রায় ৪ বছর ধরে নারদ স্টিং অপারেশন মামলার তদন্ত চালানোর পর যখন চার্জশিট পেশের প্রস্তুতি শুরু হয়েছে, সেই সময়ে ওই মামলার তদন্তকারী অফিসারের বদলি ঘিরেও প্রশ্ন ওঠে। যদিও ওই বদলিকে রুটিন বদলি বলে দাবি করে CBI সূত্রে জানানো হয়, দেশ জুড়ে ২০০ অফিসারের বদলি হয়েছে।
ওদিকে, নিজের বদলির ব্যাপারে আপত্তি জানিয়ে DSP পদমর্যাদার অফিসার রঞ্জিত কুমার চিঠি দেন সংস্থার শীর্ষকর্তাদের। চিঠিতে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জিও জানান৷ সূত্রের খবর, সারদা ও নারদ মামলার গুরুত্ব বিচার করেই CBI শীর্ষকর্তারা ওই দুই তদন্তকারী অফিসারের বদলি ৩ মাসের জন্য স্থগিত করেছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version