Wednesday, May 14, 2025

দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বারের আপ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন চমক। শপথে আমন্ত্রণ জানানো হয়নি ‘বন্ধু’ রাজনৈতিক দলের নেতানেত্রীদের। কিন্তু আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, শনিবার পর্যন্ত শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সমাজকর্মী আন্না হাজারে। এর পিছনে বেশ কিছু কারণ আছে বলে আম আদমি সূত্র খবর।

প্রথমবার শপথেই আন্নাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যাননি। এমনকী, কেজরিওয়ালের ফোনও ধরেননি বলে আপ সূত্রে খবর। এবার আপের বিপুল জয়ের পরেও কোনও মন্তব্যই করননি আন্না হাজারে। তাঁর সচিব সঞ্জয় পাথাড়ে জানান, ২০ ডিসেম্বর থেকে মৌনব্রত নিয়েছেন আন্না। নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত তিনি মৌনী থাকবেন। গান্ধীবাদী এই নেতা লিখিত শুভেচ্ছা বার্তাও দিতে পারতেন, কিন্তু সেটাও তিনি পাঠাননি।

২০১৪ সালে আন্না হাজারেকে ঘিরে তোলপাড় হয়েছিল দেশ। লোকপালের দাবিতে দিল্লির ময়দানে অনির্দিষ্ট কালের জন্য অনশন আন্দোলনে বসেছিলেন। সেই সময়ে আন্নার পাশে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা। কার্যত সেই আন্দোলন থেকেই আম আদমি পার্টির জন্ম। কিন্তু আপের জন্ম, উত্থান বা বিপুল জয় নিয়ে কখনই বিশেষ কিছু বলতে শোনা যায়নি আন্না হাজারেকে। সেই কারণেই কি আন্নার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন কেজরিওয়াল? এমনই গুঞ্জন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-শাহিনবাগের প্রতিবাদীরা কি কাল দাবি জানাতে অমিত শাহের বাড়ি যাচ্ছেন?

Related articles

আন্দামানে ঢুকলো মৌসুমী বায়ু, রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে...

দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

হঠাৎ বিপত্তি। দমদম জংশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল (Bonga Local)। বুধবার, বেলা ১২টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে। তবে,...

মুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ...

বান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় রহস্যমৃত্যু রিঙ্কুর প্রথম পক্ষের পুত্র সঞ্জয়...
Exit mobile version