Tuesday, November 11, 2025

জাতীয় দল হতে এবার ‘দেশ–নির্মাণ’ প্রচারে নামছে কেজরি’র আপ

Date:

তিনবার দিল্লি-জয় হয়ে গিয়েছে৷ এবার “রাষ্ট্র-নির্মাণ”৷

গোটা দেশের রাজনৈতিক আঙ্গিনায় পা ফেলতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ “পজিটিভ জাতীয়তাবাদ” স্লোগান সামনে রেখে ‘জাতীয় দল’ হতে চাইছে আম আদমি পার্টি৷

তিনবার দিল্লি-জয়ের পর এবার দিল্লির বাইরে দলকে ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় নির্বাচনগুলিতে অংশ নেওয়ার ভাবনাচিন্তা করছেন কেজরি। এই লক্ষ্যেই এবার মাঠে নামছে আপ৷ দলের মন্ত্র হবে ‘‌পজিটিভ জাতীয়তাবাদ’‌৷ একথা জানিয়েছেন দলের অন্যতম শীর্ষনেতা গোপাল রাই। তিনি বলেছেন, “৯৮৭১০১০১০১ এই নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ আমাদের দেশ–নির্মাণ প্রচারে অংশ নিতে পারবেন। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক হওয়ার পর AAP গোটা দেশের স্থানীয় বা পুরসভা স্তরের নির্বাচনে লড়বে।”

এই মুহুর্তে AAP মধ্যপ্রদেশ এবং গুজরাটের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০১৭ সালে পাঞ্জাবের ভোটে লড়েছিল আম আদমি পার্টি। কিন্তু বিশেষ সুবিধে হয়নি। ২০১৯-এর লোকসভা ভোটে দিল্লিতে একটি আসনও জিততে পারেনি কেজরিওয়ালের দল। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে AAP লড়তে চায়৷ গোপাল রাইয়ের কথায়, “আমাদের জাতীয়তাবাদের মন্ত্র বিজেপির থেকে আলাদা। দিল্লিতে AAP ভালবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয়তাবাদ ছড়িয়ে দিয়েছে। আর বিজেপির জাতীয়তাবাদের অর্থ হলো, ঘৃণা ও হিংসার রাজনীতি। বিজেপি সাধারণ মানুষকে শ্রদ্ধা করে না। যার প্রভাব ভোট ব্যাঙ্কে পড়েছে।” গোপাল রাইয়ের দাবি, ‘‌দিল্লিতে আপের কাজকর্ম গোটা দেশের কাছে এখন মডেল।

আরও পড়ুন-‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version