Wednesday, August 20, 2025

ভোটে কারচুপি ও ভুয়ো ভোটার রুখতে আধার-এপিক সংযোগের ভাবনা কেন্দ্রের

Date:

প্রয়োজনীয় সংশোধনী এনে দেশের নির্বাচন কমিশনের হাতে বড় সংস্কারের আইনি ছাড়পত্র তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। এর লক্ষ্য, একজন ভোটারের এপিক বা ভোটার পরিচয়পত্রের সঙ্গে ১২ সংখ্যার আধার নম্বরকে সংযুক্ত করা, যাতে ভুয়ো ভোটার বা অস্তিত্বহীন ভুতুড়ে ভোটারের সমস্যাকে চিরতরে দূর করা যায়। একইসঙ্গে, আধার-এপিক সংযোগ হলে ভোটের সময় বিধানসভা বা লোকসভা কেন্দ্রে অনুপস্থিত থাকা ভোটারও বিকল্প পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটের সময় প্রবাসে থাকা সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারী, কাজের প্রয়োজনে অন্যত্র থাকা মানুষকে তাহলে আর ভোট দেওয়ার জন্য ফিরতে হবে না, যিনি যেখানে আছেন তিনি সেখান থেকেই নির্দিষ্ট প্রযুক্তিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। সবচেয়ে বড় কথা, ভুয়ো ভোটার তালিকা, একই ভোটারের একাধিক জায়গার ভোটার লিস্টে নাম তোলার সম্ভাবনা নির্মূল করা যাবে। ভোটার তালিকা নির্ভুল করতে সহায়ক হবে এই এপিক-আধার সংযোগ। এই কাজের আইনি দায়িত্ব নির্বাচন কমিশনকেই দিতে চায় কেন্দ্রীয় আইন মন্ত্রক। তাই মঙ্গলবার প্রাথমিক আলোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার উপস্থিতিতে বৈঠক করেছেন কেন্দ্রীয় আইন সচিব সহ আধিকারিকরা। জানা গিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত ও ত্রুটিমুক্ত করতে কমিশনের দেওয়া প্রায় চল্লিশটি নানা ধরনের নির্বাচনী সংস্কারের বাস্তবতা পরীক্ষা করছে আইন মন্ত্রক। তবে আধার-এপিক সংযোগ চালু হলে গরিব শ্রমজীবী মানুষের বিরাট উপকার হবে বলে আশা নির্বাচন কমিশনের। কমিশনের দেওয়া প্রযুক্তি ব্যবহার করে বহু দূরে বসেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে।

আরও পড়ুন-নির্বিঘ্নেই চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version