পারভেজ মুশারফ থেকে নওয়াজ শরিফ হয়ে ইমরান খান। মুখ পরিবর্তন হলেও পাকিস্তানের চক্রান্ত অব্যাহত।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর যারা ভাবছিলেন পরিবর্তন হবে পাকিস্তানের, তাদের ভাবনাকে ফুৎকারে উড়িয়ে ফের পাকিস্তান ভারত বিরোধী চক্রান্তে নেমে পড়ল। রাওলপিন্ডিতে জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের সঙ্গে বৈঠক করেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। আন্তর্জাতিক চাপে জঙ্গিগোষ্ঠীগুলির উপর নিষেধাজ্ঞা থাকলেও, সরকার অলিখিতভাবে এদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তারপর এরাই ভারতে হামলা চালাবে। আর এই হামলা ট্রাম্পের ভারত সফরের আগে হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্য ভারতীয় গোয়েন্দাদের র্যাডারে এই খবর পৌঁছেছে। আগাম সতর্কতা জারি হয়েছে তাই স্পর্শকাতর এলাকায়। কোনঠাসা পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে এই বৈঠক হয় রাওয়ালপিন্ডিতে। সেখানে জইশকে গুপ্তচর সংস্থার নির্দেশ, রাওয়ালপিন্ডিতে পড়তে আসা মাদ্রাসার যুবকদের প্রশিক্ষণ দিয়ে ভারতে হামলায় পাঠানো হোক। ইতিমধ্যে বালাকোটে প্রশিক্ষণ শিবির শুরুও হয়ে গিয়েছে। প্রশিক্ষণ দিচ্ছেন অবসর নেওয়া পাক সেনা কর্তারা। ফলে যে কোনওদিন হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
