চলতি বছরের ২রা এপ্রিল রামনবমীর দিন থেকেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ কার্য শুরু হবে বলে জানা গিয়েছে। আগামী মকরসংক্রান্তির দিন রাম মন্দিরের শিলান্যারস হবে বলে জানা গিয়েছে। মন্দিরের নকশা তৈরি করেছেন স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। প্রাক্তন ভিএইচপি প্রধান অশোক সিঙ্গল নকশা তৈরি করতে অনুরোধ করেছিলেন চন্দ্রকান্তকে।
বহুপ্রতিক্ষিত অযোধ্যার মামলার রায় দান হবার পরেই মন্দিরের নকশা চূড়ান্ত করে ফেলেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অযোধ্যা মন্দির নির্মাণে 2.77 একর জমি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করার কথা। সেদিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার।আসন্ন রামনবমীতে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হবে জানিয়েছেন কেন্দ্রের তৈরি ট্রাস্টের অন্যতম সদস্য গোবিন্দ দেবগিরি।
মঙ্গলবার রামমন্দির তৈরির জন্য ১৫ সদস্যের ট্রাস্ট তৈরি করেছে সরকার।১৫ সদস্যের সেই ট্রাস্টের ওপরেই থাকছে মন্দির তৈরি ও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব। ট্রাস্টের প্রথম বৈঠকেই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল রামনবমীর দিন থেকেই অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরু হবে
Date:
Share post: