নভেল করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা কমেছে। তবে মৃতের সংখ্যা এবার ছাড়ালো ২০০০। আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার। হংকং-এ এই ভাইরাসের আক্রমণে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়াতে জারি হয়েছে রেড অ্যালার্ট। সেখানে আরও ২০ জনের শরীরে এই সংক্রমণের লক্ষণ পাওয়া গিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই চিন থেকে যাওয়া উড়ানগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সোলে। ইরান থেকেও আজ দুই করোনা-আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-ক্লাস চালুর দাবিতে রাতভর ঘেরাও অধ্যক্ষ
