নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী বিনয় শর্মা মানসিকভাবে অসুস্থ, স্কিৎজোফ্রেনিয়ায় ভুগছে, নিজের মাকেই চিনতে পারছে না। অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। দিল্লির কোর্টে বিনয়ের আইনজীবীর এই আর্জি শুনে বিচারক তিহাড় জেল কর্তৃপক্ষের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কদিন আগেই জেলের ভিতরে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করার চেষ্টা চালায় বিনয়। আহত হয়ে ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টাতেই এই চাল বলে জেল কর্তৃপক্ষের ধারণা। এখন আবার তাকে মানসিক রোগী বলে উল্লেখ আইনজীবীর। গত 22 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করেও তা স্থগিত করতে হয়। অবশেষে 3 মার্চ নির্ভয়া দোষীদের ফাঁসির দিন ঠিক হয়েছে।
