বন্ধুদের সঙ্গে আড্ডা আর “ইংলিশ মিডিয়ামে রিসেপশন” সৃজিত-মিথিলার

চার হাত এক হয়েছে আগেই। চার চক্ষুর মিলন এমনকী, মধুচন্দ্রিমাও শেষ। কিন্তু ইয়ার-দোস্তদের মিষ্টিমুখ করানোটা বাকি থেকে গিয়েছে। আর টলিউডের হেভিওয়েট পরিচালকের বিয়ের ক্ষেত্রে সেটা বড়ই বেমানান। তাই বন্ধুদের জন্য ভুরিভোজের আয়োজন করেছেন সৃজিত মুখোপাধ্যায়। দিনটাও অনন্য, চার বছরে একবারই আসে ২৯ ফেব্রুয়ারি। ওই দিন সন্ধে ছটায় স্বভূমির রাজকুটিরে সৃজিত-মিথিলার বিয়ের অতিথি আপ্যায়ন। পরিচালকের ভাষায় “ইংলিশ মিডিয়ামে রিসেপশন”।
আমন্ত্রণপত্রেও সৃজিতীয় শৈলীর ছাপ, মানে থোড়া হটকে। তাঁরই বিভিন্ন ছবির নাম, কাহিনী বা গানের লাইন গিয়ে নেমন্তন্নের চিঠি লিখেছেন সৃজিত। এর আগে নিতান্ত ঘরোয়া পরিবেশে নিজের বাড়িতেই বাংলাদেশের মিথিলার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় পরিচালকের। এবার রিসেপশনে কী ধামাকা হয় তার জন্য অপেক্ষায় টলিউড।

আরও পড়ুন-শহরে ট্রামের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু