Friday, May 16, 2025

সন্তান চেয়েছিলেন দম্পতি। তার জন্য ৬ লক্ষ টাকা খরচ করতেও কসুর করেননি। কিন্তু গর্ভ ভাড়া দিয়েও প্রতারণার অভিযোগ উঠল সারোগেটেড মাদারের বিরুদ্ধে।
নিউ আলিপুরের এক ব্যবসায়ী পরিবারের ছেলে ও তাঁর স্ত্রী ভবানীপুর এলাকার একটি সারোগেসি ক্লিনিকের মাধ্যমে সন্তান লাভের চেষ্টা করেন। চিকিৎসক তাঁদের সারোগেসির পরামর্শ দেন। অভিযোগ, সেইমতো এক মহিলাকে ৬ লক্ষ টাকা দেন ওই দম্পতি। টাকা দেওয়ার পর বেশ কিছুদিন তাঁদের সঙ্গে নিয়মিত কথা হত ওই মহিলার। কিন্তু কয়েক মাস পর থেকেই সারোগেটেড মাদার যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। প্রসবের সময় পেরিয়ে যাওয়ার পরেও, সন্তান হাতে পাননি ওই দম্পতি। বেপাত্তা হয়ে যান পরামর্শদাতা চিকিৎসকও।
এরপরেই ওই মহিলা, চিকিতসক-সহ মোট ৭জনের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিত দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে, দক্ষিণ ২৪ পরগনা থেকে কাশ্মীরা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, দম্পতিকে পরিচয় দিয়েছিলেন ওই মহিলা। এখনও পলাতক অভিযুক্ত চিকিৎসক। এই ঘটনায় একটা চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের। কারণ, অনেকেই এই প্রতারণার শিকার বলে পুলিশ সূত্রে খবর। ধৃত মহিলাকে জেরা করে বাকিদেরও সন্ধান চালানো হচ্ছে।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version