Friday, August 22, 2025

দিনক্ষণ ঘোষণা না হতেই পুরভোটের প্রার্থী নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব!

Date:

পুর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু শিলিগুড়িতে ইতিমধ্যেই সব দল কোমর বেঁধে নেমেছে। প্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর তারই প্রতিফলন রবিবার সকালে। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভে সামিল ৪০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ওয়ার্ডে সত্যজিৎ অধিকারীকেই ফের তৃণমূলের প্রার্থী করতে হবে। এই মর্মে প্ল্যাকার্ডও নিয়ে যান তাঁরা। সত্যজিৎ এলাকায় ‘ভাইজান’ বলে পরিচিত। কিন্তু এটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না গৌতম দেব। তবে, বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি শোনেন তিনি। পরে সাংবাদিকদের পর্যটনমন্ত্রী বলেন, “এটা কোনও পদ্ধতি নয়। এসব কথা বলার জন্য দলীয় দফতর রয়েছে। বিষয়টি নিয়ে আমি কাউন্সিলরের সঙ্গেও কথা বলব। উনি পাঠিয়েছেন কি না জানি না। তবে ওনার নামেই স্লোগান দিচ্ছিল সকলে”। প্রার্থী নিয়ে দলীয় স্তরে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন গৌতম দেব।
তৃণমূলের জেলা সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, তাঁর বাড়িতেও দাবি নিয়ে গিয়েছিলেন বাসিন্দারা। তিনি বলেন, প্রতি ওয়ার্ড থেকে যদি ২-৩ জন করে দাঁড়াতে চান তা একপক্ষে স্বাস্থ্যকর। কারণ, অন্য রাজনৈতিকদল প্রার্থী খুঁজেই পাচ্ছে না। তবে, দাবি নিয়ে দলের অন্দরে আলোচনা হবে বলে জানান রঞ্জন সরকার। পুরনির্বাচনে রাজ্যের শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে কি না তার দিকে নজর রেখেছেন শীর্ষ নেতৃত্ব।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version