Friday, August 22, 2025

বাকি নেই আর ২৪ ঘণ্টা। সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতে আসার আগেই ঘটল বিপত্তি। রবিবার মোতেরা স্টেডিয়ামে ভেঙে পড়ল দু’টি ভিভিআইপি তোরণ। এই তোরণের মধ্যে একটি দিয়ে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ঢোকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

সুসজ্জিত তোরণ থেকে ট্রাম্প মোদীর কাটআউটে ভরে গিয়েছে স্টেডিয়াম চত্বর। রবিবার সকালে আচমকাই ভেঙে পড়ে স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী ২ নম্বর গেট। তার কিছুক্ষণের মধ্যে আবার ভেঙে পড়ে ৩ নম্বর গেটও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি হয়েছিল এই অস্থায়ী তোরণ দু’টি। এর মধ্যে একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার কথা ট্রাম্পের। অন্যটিও বরাদ্দ ভিভিআইপি-দের জন্য। এদিন তোরণ ভেঙে পড়তেই কাজ শুরু করেছে। খুব শীঘ্রই নতুন গেট তৈরি হয়ে যাবে বলেও জানানো হয়েছে গুজরাট পুলিশ প্রশাসনের তরফে।

ট্রাম্পের সফর উপলক্ষে সাজানো হয়েছে মোতেরা স্টেডিয়াম সহ আমদাবাদ শহর। মাত্র ৩ ঘণ্টার সফরে কেন্দ্রীয় সরকার খরচ করেছে ১০০ কোটি টাকা। রাস্তার ধারে রাতারাতি দেওয়াল তুলে রঙ করা হয়েছে, কোথাও আবার উঠে যেতে বলা হয়েছে বস্তিবাসীদের। রবিবার সকাল থেকে মোতারা স্টেডিয়াম সহ আমদাবাদের আকাশে চক্কর কাটতে শুরু করেছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। সঙ্গে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।

আরও পড়ুন- বারামুল্লা থেকে গ্রেফতার হিজবুল মুজাহিদিন জঙ্গি

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version