Saturday, August 23, 2025

নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেটপ্রেমীরা

Date:

মাত্র সাড়ে তিন দিনেই হার। আর তাও আবার ১০ উইকেটে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় সমোলচনার ঝড় ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের এক নম্বর টেস্ট দল যে ভাবে প্রথম দিন থেকে খেলেছে, তা চরম হতাশার বলেই মন্তব্য করেছেন তাঁরা।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহালির ভারতের এটাই প্রথম হার। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংসে শেষ হয়েছিল ১৬৫ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৪৮। ভারতের দ্বিতীয় ইনিংসে দাঁড়ি পড়ে ১৯১ রানে। জেতার জন্য দরকার ছিল মাত্র নয় রান। বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছায় কেন উইলিয়ামসনের দল। দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কিউয়ি পেসার টিম সাউদি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ০-১ পিছিয়ে পড়ার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। ওয়েলিংটন টেস্টের পর তাঁদের প্রশ্ন, টেস্টের প্রতি ভারতীয় দলের মানসিকতা এই হার থেকেই বোঝা যায়। কোহালি-পূজারা-পৃথ্বীর রান না পাওয়া এবং যশপ্রীত বুমরার বল হাতে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা।

এমনকি প্রশ্ন উঠেছে, এই টেস্ট সিরিজের জন্য কতটা প্রস্তুত ছিলেন কোহলি ব্রিগেড। ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানে ভারতীয় দল লড়াই করতে পারবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version