Sunday, November 9, 2025

শাহি-সভায় মুসলিমদের আসতে হবে ‘ফেজ-টুপি’ মাথায়, বেনজির ফতোয়া বঙ্গ-বিজেপির

Date:

বাংলার মুসলিমরাও যে CAA-কে সমর্থন করছেন, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে তা দেখাতে বেনজির ফতোয়া জারি করেছে বঙ্গ-বিজেপি৷ রাজ্য নেতৃত্বের নির্দেশ, আগামী ১ মার্চ শহিদ মিনারে শাহি-সভায় দলের সব মুসলিম কর্মী- সমর্থকদের ফেজ টুপি পরে আসতে হবে৷ যাতে মঞ্চে বসেই শাহ-নাড্ডা দেখতে পান বাংলার মুসলিমরা CAA-সমর্থক৷ এবং তারা বিজেপিকেই নিজেদের দল মনে করেন৷
তবে বঙ্গ-বিজেপি ধন্দেও আছে৷ দিল্লির এই হিংসা-পরিস্থিতিতে অমিত শাহ আসবেন তো? রাজ্য নেতারা অবশ্য মনে করছেন, এখনও হাতে সময় আছে।, ততদিনে দিল্লির হিংসা বন্ধ হয়ে যাবে।

আগামী ১ মার্চ শহিদ মিনারে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শহিদ মিনারে অমিত শাহের সভায় ১ লক্ষ লোক আনার টার্গেট বঙ্গ- বিজেপি’র৷ এই সমাবেশকে CAA-র সমর্থনে ‘ঐতিহাসিক সভা’-য় পরিণত করতে চাইছে রাজ্য বিজেপি৷ গেরুয়া শিবির চাইছে, এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে CAA ও NRC-কে সমর্থন করে, তা শাহকে দেখিয়ে দেওয়া৷ নাড্ডা ও শাহ-র সভা বলে কথা, তাই সংখ্যার শক্তি দেখাতে ঝাঁপিয়েছেন বিজেপি নেতারা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে থেকে আনা হবে লোক। ওই দিন শহরের তিনটি দিক থেকে মিছিল আসবে শহিদ মিনারে। শাহি-সভার অনুমতি পুলিস দিলেও বলে দিয়েছে, পরীক্ষা চলাকালীন যা যা নিয়ম রয়েছে, সে সব নিয়ম মানতে হবে বিজেপিকে।

CAA-NRC-র বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পর কর্মসূচির পাল্টা কলকাতায় নাগরকিত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দনযাত্রা করেছে বিজেপি। অভিনন্দনযাত্রায় সামিল হয়েছিলেন জেপি নাড্ডা। এবার শহরে আসছেন একসঙ্গে শাহ-নাড্ডা৷ তাই নিজেদের “ক্ষমতা ও শক্তি” দেখাতে মরিয়া বাংলার গেরুয়া ব্রিগেড৷

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version