Tuesday, May 20, 2025

রাস্তা ঘাটে বিপদে পড়েছেন? বাঁচাতে পারে কানের ঝুমকো জোড়া। অবাক হচ্ছেন? এটাই সত্যি। তেমনি এক ‘স্মার্ট কানের দুল’ আবিষ্কার করেছেন বারাণসীর অশোক ইনস্টিটিউটে রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট বিভাগের গবেষক শ্যাম চৌরাসিয়া।
একে অবশ্য ঝুমকো কানের দুল না বলে ঝুমকো বন্দুক বলাই ভাল। এই অলঙ্কার প্রয়োজনে গুলিও ছুড়তে জানে। ধর্ষকদের বাগে পেলে মোকাবিলা করতে পারে এই অভিনব গয়না।
শ্যাম চৌরাসিয়ার দাবি, দেশ জুড়ে বাড়তে থাকা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা যাতে প্রতিরোধ করা যায় তার লক্যোরই এই গয়না প্রস্তুত করা হয়েছে। এই ঝুমকো ইভটিজার থেকে ধর্ষকদের সরাসরি মোকাবিলা করার অস্ত্র। দেখতেও মন্দ নয়। তবে এই কানের দুল সুন্দর তার রূপে, কাজেও ভয়ঙ্কর তেমনই। বিপদ বুঝলেই এই ঝুমকো থেকে লঙ্কাগুঁড়োর গুলি বেরোবে। এই স্মার্ট ঝুমকোর নির্মাতা শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, স্মার্ট ঝুমকোর বন্দুক দিয়ে দুষ্কৃতীদের দিকে লাল আর সবুজ লঙ্কাগুঁড়োর বুলেট ছোঁড়া যাবে। এই ঝুমকোর আর একটা বৈশিষ্ট্য হল ১০০ এবং ১১২ নম্বরে ডায়ালেও করে দেবে। মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করা থাকায় ব্যবহারকারী বোতাম টিপলেই ১১২ এবং ১০০ এই দুই এমারজেন্সি নম্বরে ফোন চলে যাবে।
জানা গিয়েছে এই দুল যে কোনও মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযোগ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই কানের দুল হাতে নিয়েও মোকাবিলা করা যাবে। এক ঘণ্টা চার্জেই এক সপ্তাহ দিব্যি চলবে স্মার্ট ঝুমকো।
চার মাস ধরে এই বিশেষ ঝুমকো হাতিয়ার তৈরি করেছেন শ্যাম চৌরাসিয়া। এর ওজনও খুব বেশি নয়, ৪৫ গ্রাম ওজনের এই ঝুমকো ৩ ইঞ্চি লম্বা। এর ডিভাইসে ৩টি ৭০ ভোল্টের ব্যাটারি এবং ২টি সুইচ রয়েছে। প্রথম সুইচ এই বন্দুকের ট্রিগার এবং দ্বিতীয় সুইচে ১১২ এবং ১০০ নম্বরে ফোন যাবে। এই এক জোড়া ঝুমকো তৈরিতে খরচ পড়েছে মাত্র ৪৫০ টাকা।

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

Related articles

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...
Exit mobile version