পড়ুয়াদের দাবি, উত্তর-পূর্ব দিল্লির যেখানে যেখানে সঙ্ঘর্ষ হয়েছে, মৃত্যু হয়েছে, সেখানে যেতে হবে কেজরিওয়ালকে। বিধায়কদের নিয়ে শান্তি মিছিল করতে হবে। যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে হবে। সেই সঙ্গে শান্তি ফেরাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা মানুষকে জানাতে হবে।