বুলবুল-ফণীর টাকার দাবি মমতার

ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিংয়ে রাজ্যের দাবি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুলবুলে রাজ্য বিধ্বস্ত হওয়ার পর কেন্দ্রের সাহায্য পাওয়া যায়নি। এই অঙ্ক প্রায় ৫০হাজার কোটি টাকা। কেন্দ্রের কাছ থেকে ফণী দুর্যোগে বিধ্বস্তদের জন্য পাওনা টাকাও পাওয়া যায়নি। এই পাওনা রাজ্যকে দেওয়ার দাবি বৈঠকে তোলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, বাংলার দাবি কেন্দ্র গুরুত্ব দিয়ে ভাববে বলেই আশা করা হচ্ছে।