Sunday, November 9, 2025

‘দিদিকে বলো’র সাফল্যে ধন্যবাদ জানিয়ে নয়া কর্মসূচি নিয়ে নির্দেশ অভিষেকের

Date:

‘দিদিকে বলো’ কর্মসূচির জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে নতুন কর্মসূচির ঘোষণা সম্পর্কে জানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে অভিষেক বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি সফল হয়েছে। যাঁদের উপর এই কর্মসূচি সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল, তাঁরা বাংলার সাড়ে ৮ হাজার গ্রামে গিয়ে ‘দিদিকে বলো’-র প্রচার ও রূপায়নের কাজ করেছেন। এজন্য দলের নেতা-কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন যুব তৃণমূল সভাপতি।
একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী সোমবার, ৩ মার্চ নতুন কর্মসূচির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিষেক জানান, এই সমাবেশে যোগ দিতে বিশেষ ধরনের আমন্ত্রণপত্র বিলি করা হচ্ছে। সেই আমন্ত্রণপত্র যাঁকে দেওয়া হচ্ছে, তাঁর নামের পাশাপাশি থাকছে একটি বারকোড। সেই বারকোডের তথ্য দলের ডেটাব্যাঙ্কে রয়েছে। সেটি মিলিয়ে দেখেই সমাবেশে প্রবেশাধিকার দেওয়া হবে। কোনও নেতা-কর্মী যদি কার্ড আনতে ভুলে যান বা কার্ডটি হারিয়ে ফেলেন- তাহলে তিনি সমাবেশে যোগ দিতে পারবেন না।
প্রতি জেলা থেকে দেড় থেকে দুই হাজার নেতা-কর্মী এই সভায় যোগ দেবেন। সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন তার দিকেই সবাই অপেক্ষা করছে। ‘দিদিকে বলো’ কর্মসূচির মতোই এই নয়া কর্মসূচিতেও নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, তা সফল করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন অভিষেক।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version