Sunday, August 24, 2025

রাত পোহালেই CAA-র সমর্থনে শহিদ মিনারে অমিত শাহ, নাড্ডা-র সভা, কিন্তু এই সভার প্রচার থমকে রয়েছে৷ নেতারা ধন্দে, লাখ-লোকের ঘোষণা করা হয়েছে, তেমন জমায়েত হবে তো ?

ঝিমিয়ে থাকা দলকে পুরভোটে মাঠে নামাতে অমিত শাহের এই সভাকেই হাতিয়ার করেছে রাজ্য বিজেপি। কিন্তু গেরুয়া নেতাদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে, সেভাবে দলের কর্মী-সমর্থকরাও এখনও মাঠেই নামেনি৷
অমিতের সভায় এক লক্ষ লোক হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে বঙ্গ-বিজেপি৷ এই ঘোষনাই কার্যত কাল হয়ে দাঁড়িয়েছে৷ শহিদ মিনারের সভার ২৪ ঘন্টা আগেও তেমন সাড়া পাচ্ছেনা নেতারা৷
ময়দান ভরাতে দলের মূল সংগঠনের পাশাপাশি সব শাখা সংগঠনকে দায়িত্ব নিতে বলা হয়েছে। এই সভার প্রচারে এলাকায় এলাকায় দেওয়াল লেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিলো। সভা নিয়ে দলের একাধিক প্রস্তুতি বৈঠকে রাজ্য নেতারা কর্মী-সমর্থকদের বলেছিলেন, পরীক্ষার জন্য মাইক প্রচার করা যাবে না। তাই দেওয়াল লেখায় জোর দিতে হবে৷ এই দেওয়াল লেখার মাধ্যমেই পুরভোটের প্রচার শুরুর পরিকল্পনা ছিলো রাজ্য কমিটির৷ অমিত শাহকে স্বাগত জানিয়ে দেওয়ালে লেখা হলেও, আদতে দেওয়াল দখলের কাজও সেরে রাখতে চেয়েছিলো বিজেপি।

কিন্তু এই কর্মসূচি তেমনভাবে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে৷ এর কারন, এখনও দলের নতুন কমিটি ঘোষনা না হওয়া৷ প্রায় দেড়মাস হতে চলেছে দিলীপ ঘোষ ফের রাজ্য সভাপতি হয়েছেন, কিন্তু পুরভোটের মুখে দাঁড়িয়েও রাজ্য বা জেলা কমিটি গড়তে ব্যর্থ হচ্ছেন দিলীপবাবুরা৷ ফলে, জেলাস্তরের এবং রাজ্যস্তরের নেতারা কাজ করতে উৎসাহ হারাচ্ছেন৷ তাঁদের বক্তব্য, ” এখনও জানিনা পদ পাবো কি’না, দলে পদ না পেলে শহিদ মিনার ভরানোর দায়িত্ব নিতে যাবো কেন? ভিড়ের ক্রিম খাবেন তো ওই দু-তিনজন নেতা৷ তাঁরাই এবার লোক আনুক”৷ এখনও কমিটি ঘোষনা না পারার মাশুল এভাবেই দিতে চলেছে বঙ্গ- বিজেপি৷ এই সহজ কথাটা না বুঝে অমিত শাহের সভা সফল করানো যে চেষ্টা নেতারা করছেন, তা যে কাজে লাগছেনা, সেটা বেশ বোঝা যাচ্ছে৷

দলীয় কর্মীদের বলা হয়েছিলো, পোষ্টার, দেওয়াল লিখতে দল কোনও টাকা দেবে না। নিজেদের পকেটের টাকা খরচ করে দেওয়াল লেখা, পোস্টার, ব্যানার লেখার দায়িত্ব কেউই নিতে চাননি৷ জেলার নেতাদের বক্তব্য, ”দল এখন সমৃদ্ধ, তাহলে পকেটের টাকা দিয়ে দল করবো কেন ? এসব সম্ভব নয়৷ ফেল কড়ি মাখ তেল।”

তবে এ সব জেনে এবং শুনে এখনও কিন্তু কনফিডেন্ট বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, ‘‘অমিত শাহ, নাড্ডার সভার পরই সবাই চাঙ্গা হয়ে উঠবেন।” কিন্তু বঙ্গ-বিজেপির নেতারা এখনও ধরতেই পারছেন না, শহিদ মিনারে লোক কত হবে ? কারাই বা লোক আনবেন ?

আরও পড়ুন-স্বস্তির খবর! মার্চে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version