Sunday, August 24, 2025

পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। এই প্রতিযোগিতা হবে দুবাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ কথা জানান।
সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই সূত্রে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ পাকিস্তানে যদি টুর্নামেন্ট হয়, আর সেই প্রতিযোগিতায় যদি ভারত অংশ না নেয়, তা হলে প্রতিযোগিতার গুরুত্ব অনেক কমে যাবে। আর সে কারণেই দুবাইয়ে সরিয়ে আনা হল এশিয়া কাপ। জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান দু’দলই অংশ নেবে এই প্রতিযোগিতায়।
২০১৩ সালে শেষ বার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তার পর রাজনৈতিক অস্থিরতার কারণে দু’দলই আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি।দুবাইয়ে মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা সৌরভের। এশিয়ার ক্রিকেট টিমগুলোর ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হবে। তার আগে এশিয়া কাপের জটিলতা কাটায় স্বাভাবিক ভাবেই স্বস্তি ক্রিকেট মহলে। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এ বারের এশিয়া কাপ। কিন্তু ভারতীয় টিম পাকিস্তানে খেলতে রাজি নয় বলে এই ভেন্যু বদল।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। তার আগে এশিয়া কাপও এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হওয়ার কথা। গত বার এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটে, আরব আমিরশাহিতে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version