নিম্নমানের সুতো ব্যবহারে নয়া মোড় এনআরএসে

অস্ত্রোপচারের পর নিম্নমানের সুতো দিয়ে সেলাই করা হচ্ছে। দিনকয়েক আগে এমনটাই অভিযোগ ওঠে এনআরএস হাসপাতালের বিরুদ্ধে। এবার সুতো কাণ্ডে উঠে এল নতুন তথ্য। তিন সংস্থা সুতো সরবরাহ করত হাসপাতালে। তার মধ্যে দুই সংস্থার অফিস মুম্বই এবং বেঙ্গালুরুতে। অন্য সংস্থার অফিস কলকাতায়। কিন্তু ২৬১/৬ প্রিন্স আনোয়ার শাহ রোডের ঠিকানায় ওই সংস্থার অফিস নেই। সূত্রের খবর, প্রায় এক বছর আগে  অফিস সরিয়ে অন্য কোথাও চলে গিয়েছে ওই সংস্থা। ইতিমধ্যে সুতো কাণ্ডে মৃত্যু হয়েছে ১০ দিনের শিশুর। তারপরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। তদন্ত শুরু করেছে হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ। সুতোর গুণমান পরীক্ষা করে দেখা হচ্ছে।

আরও পড়ুন-রাজকীয় সম্মানে তাপস পালের শ্রাদ্ধানুষ্ঠান

Previous article‘নরেন্দ্র মোদি মুর্দাবাদ’ স্লোগান দিয়ে ভূয়সী প্রশংসার মুখে ১১ বছরের খুদে
Next articleসন্দেহ তীব্র হচ্ছে,১৩,২০০ ফোন পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল দিল্লি পুলিশ?