Wednesday, May 14, 2025

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবার সেমিফাইনাল ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার থেকে সিডনিতে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সিডনিতে। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বনাম থাইল্যান্ডের ম্যাচ বাতিল হয়েছে আগেই। সিডনিতে ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও চলছে বৃষ্টি ।
একই মাঠে দুপুর দেড়টা থেকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়ার কথা।
বৃষ্টির জন্য আজ দুটি সেমিফাইনাল ভেস্তে গেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশ্বকাপ সফর শেষ হয়ে যাবে। ফায়দা হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার।
আইসিসির নিয়ম বলছে, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি তাকে বিজয়ী ঘোষণা করা হবে। ভারতীয় দল গ্রুপ শীর্ষে থেকে সেমিতে উঠেছে। অন্য গ্রুপে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ আজ বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হলে ফাইনাল খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
এ বারের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের দলকেই সেরা বলে মানছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেমিফাইনালে এমন একটা দলের বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার খেলতে নামছে ভারত, যাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও দিন জিততে পারেনি তারা— ইংল্যান্ড। কিন্তু সেই ইতিহাসকে বদলে দেওয়ার মতো দুই অস্ত্র এ বার হাতে আছে হরমনপ্রীত কৌরের। যাঁদের নাম শেফালি বর্মা এবং পুনম যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ বার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে পাঁচ বারই হেরেছে ভারত। শেষ বার এ রকমই এক সেমিফাইনালে। ২০১৮ সালে। যে হারের কথা এখনও ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেটারেরা। যে দলের সাত ক্রিকেটার এ বারও আছেন। তাই কঠিন লড়াই করে ভারতের মেয়েরা ফাইনালে যেতে পারে কিনা, সেই দিকেই তাকিয়ে সারা দেশ। অবশ্য আবহাওয়া নিয়ে ভাবতে রাজি নয় দুই দলই ।

Related articles

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...
Exit mobile version