Wednesday, November 12, 2025

প্রেসিডেন্সির বিক্ষোভে অবরুদ্ধ কলেজ স্ট্রিট, ক্ষুব্ধ সাধারণ মানুষ

Date:

প্রেসিডেন্সির বিক্ষোভে নাজেহাল সাধারণ মানুষ। গত ১৮ ঘণ্টা অবরুদ্ধ কলেজ স্ট্রিট। হস্টেল সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেল থেকে মহাত্মা গান্ধী রোড অবরোধ শুরু করেন তাঁরা। এদিকে রাত পেরিয়ে গেলেও অবরোধ জারি রেখেছে তাঁরা। শুক্রবার বেলা বাড়তেই জটিল হয়েছে পরিস্থিতি। সাধারণ মানুষের সঙ্গে বচসা শুরু হয় পড়ুয়াদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু অন্যদের অসুবিধা করে আন্দোলন মেনে নেওয়া যাবে না। পুলিশ সহ সাধারণ মানুষের কথায় আপাতত ১ ঘণ্টার জন্য তুলে নেওয়া হয়। ফের অবরোধ শুরু করেছেন পড়ুয়ারা।
মহাত্মা গান্ধী রোডের একদিকে শিয়ালদহ স্টেশন অন্যদিকে হাওড়া স্টেশন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়া ওই অঞ্চলে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, সংস্কৃত বিশ্ববিদ্যালয়। এছাড়াও ওই অঞ্চলে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ এবং ট্রপিক্যাল স্কুল অব মেডিসিন। ব্যস্ত সময় পথ অবরোধ করায় নাজেহাল অবস্থা অফিস যাত্রী, পড়ুয়া সহ রোগীরা।
বৃহস্পতিবার মিছিল করে এমজি রোড ক্রসিংয়ে যান পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং মুখে স্লোগান। লোটা কম্বল নিয়ে পড়ুয়ারা রাত কাটান এমজি রোড ক্রসিংয়ে। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলে অবরোধ শুরু হয়। এদিকে পড়ুয়াদের দাবি, যতক্ষণ না উপাচার্য অনুরাধা লোহিয়া এসে তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ অবরোধ চলবে। গোটা ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁদের দাবি, আন্দোলন হোক রাস্তার এক পাশে। অনুরাধা লোহিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে আলোচনায় বসা সম্ভব নয়।


Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version