Wednesday, December 31, 2025

ইয়েস ব্যাঙ্ক সঙ্কট-কাণ্ডে কেন্দ্রের সমালোচনায় সরব চিদাম্বরম

Date:

Share post:

ইয়েস ব্যাঙ্ক সঙ্কট-কাণ্ডে কেন্দ্রের সমালোচনায় সরব পি চিদাম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রীর সাফ কথা, এসবিআইয়ের সাহায্যে ইয়েস ব্যাঙ্ককে চাঙ্গা করার সিদ্ধান্তে পরিকল্পনার অভাব রয়েছে। তাঁর যুক্তি, “ইয়েস ব্যাঙ্ককে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। তাও শেয়ারপিছু ১০ টাকা মূল্যে। ইয়েস ব্যাঙ্কের এখন বাজারে শেয়ার মূল্য শূন্য। তাই কোন পরিকল্পনা থেকে এসবিআই স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিল তা আমার ধারণা নেই। ঠিক যেভাবে এলআইসি-কে বাধ্য করা হয়েছিল আইডিবিআইয়ের শেয়ার কিনতে।” তিনি দাবি করেন, পরিকল্পনাহীন লোন বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই লোন, বাজার থেকে কীভাবে ব্যাঙ্কের কোষাগারে ফিরিয়ে আনা সম্ভব, তার দিশা দেখানো ছিল না।
শুক্রবারই ইয়েস ব্যাঙ্ককে দেউলিয়ার হওয়ার হাত থেকে বাঁচাতে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোরাটরিয়াম ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কও। পাশাপাশি তিনি পুরো ঘটনার দায় চাপিয়েছেন পূর্বতন ইউপিএ সরকারের ঘাড়ে। নাম না করে সেদিন কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম আর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই কটাক্ষের জবাবে শনিবার চিদাম্বরম বলেন, “মাঝে মাঝে আমি যখন অর্থমন্ত্রীর কথা শুনি, ভাবি এখনও ইউপিএ ক্ষমতায় আছে। আমি এখনও অর্থমন্ত্রী আর উনি বিরোধী বেঞ্চে।”
তাঁর দাবি, এটা অব্যবস্থা। একটা সঙ্কট ঢাকতে, ভবিষ্যতের জন্য আর একটা সঙ্কটের পথ খুলে দেওয়া।
ইয়েস ব্যাঙ্কের আর্থিক অবস্থার শোচনীয় পরিস্থিতি দেখে আসরে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার শনিবার জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন পরিকল্পনায় আরবিআইয়ের পাশে থেকে ওই ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিতে চান তাঁরা। এই বিষয়ে এসবিআই আগামী সোমবারের মধ্যে আরবিআইয়ের কাছে আবেদন করবে।

spot_img

Related articles

জীবন যুদ্ধের লড়াইয়ে মার্টিন, জটিল রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক বিশ্বকাপজয়ী ক্রিকেটার

বছর শেষে মন খারাপের খবর।  মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন ( Damien Martyn)। অবস্থা...

কলকাতা থেকে জেলা, দেদার হুল্লোড়ে সকাল থেকেই শুরু বর্ষশেষের সেলিব্রেশন

বছরের শেষ দিনে সকাল থেকেই ফেস্টিভ মুডে বাংলা (Year ending celebration)। দিঘা (Digha) থেকে দার্জিলিং (Darjeeling) সর্বত্রই পর্যটকদের...

চলন্ত গাড়িতে গণধর্ষণ, গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল তরুণীকে

বছরের শেষেও পরিবর্তন নেই নারী সুরক্ষায় ও প্রশাসনের তৎপরতায়। এবার গুরুগ্রামে(Gurugram) নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে এক...

আজ দেশজুড়ে ডেলিভারি কর্মীদের ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা!

একদিকে পুরনো বছর শেষ হচ্ছে অন্যদিকে নতুন বছরকে বরণ করতে সকাল থেকে শুরু হয়েছে একাধিক প্ল্যানিং, উন্মাদনা। এর...