অবিশ্বাস্য, রুদ্ধশ্বাস। জ্বলন্ত লাভার উপর দিয়ে হাঁটা। দড়ি থেকে পিছলে পড়লেই জীবন শেষ। আর সেটাই করলেন আমেরিকার নিকাওয়ালেন্ডা। তাঁর এই স্টান্ট কভার করল ১৭টি ক্যামেরা, আর ৪টি ড্রোন। দক্ষিণ আফ্রিকার নিকারাগুয়ার মাসায়ায় এই হ্রদ। প্রায় ৬৫০ ফুট উঁচুতে এই হ্রদ। ফুটন্ত লাভা আর বিষাক্ত গ্যাস রয়েছে। তার উপর দিয়ে হেঁটে হাড় হিম করা এই অভিযান। সারা পৃথিবীতে ভাইরাল এই অসীম সাহসী অভিযান।

What would you be thinking if you were in Nik's shoes right now? #VolcanoLivewithNikWallenda pic.twitter.com/uXFQH2ujWD
— Nik Wallenda (@NikWallenda) March 5, 2020