মধ্যপ্রদেশের মহা-সংকট কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি বলেন, যথাসময়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব। রাজ্যে পাঁচ বছরই চলবে কংগ্রেস সরকার। সূত্রের খবর, ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে হাজির ছিলেন ৮৮ জন বিধায়ক, নিশ্চিতভাবেই তা কংগ্রেসের পক্ষে উদ্বেগের। এবার এই বিধায়কদেরও নিরাপদে রাখতে কংগ্রেস শাসিত ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। এদিকে কমল নাথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে ছজন মন্ত্রী বেঙ্গালুরুর রিসর্টে লুকিয়ে রয়েছেন তাঁদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে রাজ্যপাল লালজি ট্যান্ডনকে চিঠি দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
