Saturday, November 8, 2025

চিনের পর করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ইতালিতে। ইতিমধ্যে অন্তত ৮২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সাধারণ জন জীবন ছেড়ে করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে ফুটবল মাঠেও। করোনায় আক্রান্ত হয়েছেন রোনাল্ডোর সতীর্থ ড্যানিয়েল রুগানি।
জুভেন্টাসের তরফে জানানো হয়েছে, দলের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। আপাতত তাঁকে এখন প্র্যাকটিসে আসতে বারণ করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তাঁকে। দল সব পরিস্থিতিতে তাঁর সঙ্গে রয়েছে। দলের তরফ থেকে আরও জানানো হয়েছে, কয়েক দিন আগেও দলের সঙ্গে অনুশীলন করেছেন রুগানি। তাই তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে ফুটবলার ও সাপোর্ট স্টাফকে পরীক্ষা করে দেখা হবে।
তাই মিলানের ফুটবলারদের শরীরও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। এই অবস্থায় ইতালিয়ান সিরি এ-র বাকি ম্যাচগুলো স্থগিত করে রাখা হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে তুরিনে জুভেন্টাসের মুখোমুখি হওয়ার কথা লিঁওর। সেই ম্যাচ হবে কিনা তা নিয়েও চিন্তার ভাঁজ পড়েছে উয়েফার। এই পরিস্থিতিকে সামাল দিতে সরকার গোটা ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে । শুধু খাবার হোটেল ও ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যেই নতুন করে ফুটবল মাঠে থাবা বসিয়েছে এই করোনা ভাইরাস তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইতালিতে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version