করোনা হামলা হলিউডেও। অস্কারজয়ী অভিনেতা ৬৩ বছরের টম হ্যাঙ্কস আর তাঁর স্ত্রী রিটা উইলসনের শরীরে মিলল ভাইরাস। দুজনেই অস্ট্রেলিয়ায় ছিলেন। চলছিল ছবির শুটিং। কয়েকদিন ধরেই জ্বর ছিল। সেখানেই অসুস্থ বোধ করেন, শ্বাসকষ্ট শুরু হয়। পরীক্ষায় দেখা যায় দুজনের দেহেই COVID-19 পজিটিভ। রয়েছেন আইসোলেশনে। টম শুটিং করছিলেন এলভিস প্রিসলের জীবনী কেন্দ্রিক একটি ছবির। ‘ফিলাডেলফিয়া’ ও ‘ফরেস্ট গাম্প’ ছবির জন্য টম অস্কার পেয়েছিলেন।