Friday, August 22, 2025

পারল না বাংলা। আশাভঙ্গ রাজকোটের মাঠে। রঞ্জিট্রফি অধরাই রয়ে গেক। সকালে অনুষ্টুপ ৬৩ রানে লেগ বিফোর হয়ে ফিরে যাওয়ার পরেই আশার আলো নিভে যায়। অপেক্ষা ছিল শুধু সময়ের।

সৌরাষ্ট্রের প্রথম ইনিংস ৪২৫ রানে শেষ হয়েছিল। রঞ্জি ট্রফির নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হলে প্রথম ইনিংসের যে দল এগিয়ে থাকবে, তারাই জিতবে। বাংলার ইনিংস শেষ হলো ৩৮১ রানে। ৪৪ রানে এগিয়ে থাকার কারণে এই প্রথমবার রঞ্জি ট্রফি জিতে ভারত সেরা হওয়ার পথে সৌরাষ্ট্র। আর ১৯৯০-এর ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। সম্বরন-অরুণলালের সেই দল সেবার রঞ্জি ট্রফি জিতেছিল। কোচ হয়ে ফিরে এসে অরুণলাল ভেবেছিলেন স্বপ্ন স্বার্থক হতে চলেছে। কিন্তু আশা জাগিয়েও শেষরক্ষা হলো না। তবে এরজন্য কৃতিত্ব অবশ্য সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকোট ও স্পিনার জাদেজার। অসাধারণ বোলিং করলেন। উইকেট নিলেন, নেতৃত্ব দিলেন। বাংলার হয়ে সুদীপ ৮১, ঋদ্ধি ৬৪ ভিত তৈরি করেন। পরে অনুষ্টুপ আর অর্ণব। অনুষ্টুপ এদিন সকালে ৬৩ রানে ফিরে যেতেই আশা কার্যত শেষ হয়। যদিও একদিক ধরে রেখেছিলেন অর্ণব নন্দী। কিন্তু ঈশান পোড়েলরা উইকেট আগলে রাখতে পারেননি। সৌরাষ্ট্র ফের ব্যাটিং করতে নেমেছে। কিন্তু বাকিটা সময়টা আসলে নিয়মরক্ষার খেলা।

দ্বিতীয় ইনিংসের আর গুরুত্ব ছিল না এই ম্যাচে। সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১০৫ রান করার পরে ম্যাচ শেষ হয়ে যায়। শাহবাজ আহমেদ (২টি), আকাশদীপ (১) ও সুদীপ চট্টোপাধ্যায় (১টি) সৌরাষ্ট্রের উইকেটগুলো নেন। তা অবশ্য ম্যাচের ভাগ্য বদলায়নি।

 

 

আরও পড়ুন-মহানগরের পথে নীল-সাদা ডাবল ডেকার

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version