Tuesday, November 11, 2025

মেয়ে-জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত দম্পতি সহ ৫

Date:

অনেক আনন্দ করবেন এই আশা নিয়ে দিল্লিতে মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তমলুকের এক দম্পতি । কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউ ই ভাবেন নি। পরিবারের সকলকে নিয়ে ঘুরতে বেরিয়ে  দিল্লিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন তমলুকের ওই দম্পতিও।
জানা গিয়েছে, গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন তমলুকের নন্দকুমার থানার ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা শ্রীকান্ত মাইতি‌ এবং তাঁর স্ত্রী এবং পরিবারের সকলে। কিন্তু উত্তরপ্রদেশের ছারিয়া এটোয়া এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ ওই পরিবারের সকল সদস্যের। বৃহস্পতিবারই বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটাওয়ার কাছে ওই দিন রাতে শ্রীকান্তদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই গাড়ির পিছনের আসনে শ্রীকান্ত-কবিতা ছাড়াও ছিলেন জামাই অরিজিৎ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেয়ে অনন্যা এবং গাড়িচালককে। পরে হাসপাতালে ওই দু’জনের মৃত্যু হয়।
জানা গিয়েছে , গত ৭ মার্চ শ্রীকান্ত তাঁ স্ত্রীকে নিয়ে মেয়ের কাছে গিয়েছিলেন। পেশায় ইঞ্জিনিয়ার অরিজিৎ টালিগঞ্জের বাসিন্দা। কিন্তু, কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। বছরকানেক আগে অরিজিৎ-অনন্যার বিয়ে হয় বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত ময়নাতদন্ত এবং আইনি পদ্ধতি মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে । দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর রাজ্য প্রশাসনও ।

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...
Exit mobile version