কোচবিহারের পুরপ্রধানকে কটাক্ষ করে প্রচার শুরু বিজেপির

কোচবিহারের পুরপ্রধানকে ‘চোর’ সম্মোধন করে দেওয়াল লিখল বিজেপি। দেওয়াল লিখনের মাধ্যমে ছড়া কেটে প্রচার শুরু করেছে বিজেপি। কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে এই ধরনের দেওয়াল লিখন চোখে পড়ছে সাধারণ মানুষের। এমনকী সাধারণ মানুষকে গায়ের জোরে বিভ্রান্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ওই দেওয়াল লিখনে।

কোচবিহার পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ ও স্বজনপোষণের অভিযোগকে কার্যত প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিজেপি। সম্প্রতি কোচবিহার পুরসভায় কাউন্সিলরদের পরিবারের পরিজনকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, স্বচ্ছ পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তা মেলেনি। কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘কোচবিহার পুরসভার পুরবোর্ড চোরেদের আখড়া। পুরপ্রধান এক নম্বর চোর। এই চোরদের সঙ্গে মানুষ নেই। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেদের পাশে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কাউন্সিলর।এর যোগ্য জবাব মানুষ নির্বাচনে দিয়ে দেবে।’’ তিনি আরও বলেন, ‘‘এই দুর্নীতির অবসানের জন্য বিজেপি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে পরিষেবায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আমরা এখনও পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক প্রার্থী নিয়ে চিন্তাভাবনা করিনি। পদ্মফুল চিহ্নকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’’

আরও পড়ুন-করোনা আতঙ্ক: পরীক্ষা স্থগিত বিশ্বভারতীতে