করোনা সংক্রমণ আটকাতে রাজ্য সরকার আগেই বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার কোনও ঝুঁকি না নিয়ে আগামীকাল রবিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সময় জাদুঘরে ঢোকার জন্য কোনও পাস গ্রাহ্য হবে না বলে জানানো হয়েছে।