আইন নিয়ে পড়েও চোর হয়েছিলেন এই ব্যক্তি, কে জানেন?

পড়েছিলেন এলএলবি। কিন্তু আইনকে পেশা হিসাবে বেছে নেননি। নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন চুরি। নাম ধানি রাম মিত্তাল।  ভারতের সবচেয়ে কুখ্যাত চোর হিসাবে পরিচিত তিনি।

২৫ বছর বয়সে চুরিকে তাঁর পেশা হিসাবে বেছে নেন ধনি রাম মিত্তাল। বর্তমানে তাঁর বয়স ৮০ বছর। চুরির দায়ে প্রথম ১৯৬৪ সালে পুলিশ গ্রেফতার করে তাঁকে। সবচেয়ে ঘন ঘন গ্রেফতার হওয়া একমাত্র চোর বলে মনে করেন অনেকেই। ধানি রাম এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি গাড়ি চুরি করেছে বলে জানা গিয়েছে।

এলএলবি-র পাশাপাশি তিনি হস্তাক্ষর বিশেষজ্ঞ এবং গ্রাফোলজি ডিগ্রিও অর্জন করেছিলেন। কিন্তু এরপরেও কেন তিনি চুরি করেন তা অবশ্য জানা যায়নি। এই ডিগ্রিকে কাজে লাগিয়ে গাড়ি চুরি করতেন তিনি। গাড়ির নকল কাগজ তৈরি করে বিক্রি করতেন। এমনকী সবার চোখ এড়িয়ে ধানি রাম দু’মাস বিচারকের চেয়ারে বসে রায় দিয়েছিলেন।

আরও পড়ুন-আর্থিক কেলেঙ্কারির পরে, ঘুষ নেওয়ার অভিযোগ ইয়েস ব্যাঙ্ক কর্তার বিরুদ্ধে