Thursday, August 21, 2025

আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের

Date:

করোনাভাইরাসের অজুহাত দেখিয়ে সরকার বাঁচাতে সময় কেনার কৌশল। আর রাজ্য সরকারের এই লক্ষ্যপূরণে সায় দিলেন স্পিকারও। ফলে সোমবার বাজেট অধিবেশনে রাজ্যপালের অতি সংক্ষিপ্ত ভাষণ শেষ হওয়ার পরই মধ্যপ্রদেশ বিধানসভা দশদিনের জন্য মুলতুবি ঘোষণা করলেন স্পিকার এনপি প্রজাপতি।

গতকালই মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন বলেছিলেন, সোমবার তাঁর ভাষণ শেষ হলেই যেন আস্থা ভোট নেওয়া হয়। ২২ জন কংগ্রেস বিধায়কের পদত্যাগের পর খাতায়কলমে সংখ্যালঘু হয়ে পড়েছে ১৫ মাসের কমল নাথ সরকার। তাই যেকোনওভাবে আস্থা ভোট পিছিয়ে দিতে মরিয়া কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যপালের আস্থা ভোট সংক্রান্ত নির্দেশকে অসাংবিধানিক উল্লেখ করে বলেছিলেন, এই বিষয়ে স্পিকারই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তখনই স্পষ্ট হয়ে যায়, আস্থা ভোট ঠেকাতে মরিয়া কমল নাথ।

সোমবার মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে নিজের ভাষণে রাজ্যপাল বলেন, সংবিধানের মর্যাদা সকলকে রক্ষা করতে হবে। রাজ্যপাল বেরিয়ে যেতেই বিজেপি বিধায়করা আস্থা ভোটের দাবি তুলতে থাকেন। তখন পরিষদীয়মন্ত্রী গোবিন্দ সিং স্পিকারকে বলেন, করোনাভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র নির্দেশিকা জারি করেছে। রাজ্যবাসীর স্বার্থ সুরক্ষিত রাখাই এখন অগ্রাধিকার। এরপরই স্পিকার প্রজাপতি জানিয়ে দেন, আস্থা ভোট আজ হচ্ছে না। আগামী ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হল বিধানসভা।

আরও পড়ুন-দিল্লিতে অমিত শাহর সঙ্গে কথা বলে এলেন কে কে?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version