প্রথমবার করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু আমেরিকায়

সিয়াটেলের জেনিফার হেলার ওপর সোমবার ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করা হয়

বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার। আজ, সোমাবার থেকে আমেরিকায় কোভিড-১৯ এর ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। ইতিমধ্যে চারজন ভাইরাস আক্রান্তের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ টাকা দিচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভ্যাকসিন কার্যকরী হতে বেশ কয়েক মাস লেগে যাবে। ২৮ দিনের ব্যবধানে হাতের ওপরের মাসলে এই ভ্যাকসিন দুবার প্রয়োগ করা হবে। সিয়াটেলের জেনিফার হেলার ওপর সোমবার ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করা হয়।
জেনিফার বলেছেন, এটি তাঁর জন্য কিছু করার এক আশ্চর্যজনক সুযোগ। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন গবেষণা চলছে এই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে।
অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৫, ৫৩৬। এখনও পর্যন্ত চিনে ৩২১৩ জনের মৃত্যু হয়েছে। ইতালি মৃত্যু হয়েছে ২১৫৮ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ভারতের আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫ মৃত্যুর সংখ্যা দুই থেকে বেড়ে হয়েছে তিন।

আরও পড়ুন-করোনা মোকাবিলা: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ সরকারের