কোভিড-19 মোকাবিলায় সরকারি নির্দেশিকা মেনে বাড়তি সতর্কতা বারাসত ও মধ্যমগ্রামের শপিং মলে। স্টার মল, সান সিটি মলে দোকান খোলা থাকলেও ভিড় নেই। কেনাকাটা করতে যাচ্ছেন হাতে গোনা মানুষ। কড়াকড়ি রয়েছে প্রবেশ পথেই। টেম্পরেচার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে শপিং মলের প্রবেশ পথে। দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে ক্রেতা, কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তবেই স্টার মলে ঢুকতে দেওয়া হচ্ছে। মাস্ক পরার ওপর জোর দিচ্ছে সান সিটি মল। সচেতনতার অঙ্গ হিসেবে মাস্ক বন্টন ও সচেতনতা শিবিরের ব্যবস্থা করেছে শপিং মল কর্তৃপক্ষ। এদিকে সিনেমা হল বন্ধ রাখা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। বন্ধ রয়েছে রেস্টুরেন্টও। দুটি শপিং মল দফায় দফায় ডিপ ক্লিন করা হচ্ছে। এক জায়গায় বেশি মানুষ জমায়েত হতে দেওয়া হচ্ছে না। আপতকালীন ব্যবস্থা মেনে সহযোগিতা করছেন সাধারণ মানুষও। তাঁদের মতে, আতঙ্ক না বাড়িয়ে সচেতন ভাবে রোগ মোকাবিলায় সচেষ্ট থাকাই শ্রেয়।
আরও পড়ুন-ভিড় এড়াতে ডিউটি কমানো হল রাজ্য সরকারি কর্মীদের