করোনা আতঙ্কে নিষিদ্ধ হচ্ছে জমায়েত। বন্ধ হতে পারে বাজার-ঘাট। আকাল পড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের। সেই আশঙ্কা থেকেই সকাল থেকে লম্বা লাইন পড়েছে বাইপাস সংলগ্ন মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে। মানুষ লাইন দিয়ে জিনিস কিনছেন। এমনকী, প্রয়োজনীয়তা থেকে অনেক বেশি। অর্থাৎ, মজুত করছে। পাচ্ছে পরে পাওয়া না যায়।

কিন্তু এতে প্যানিক আরও বেশি তৈরি হচ্ছে। তাই মানুষকে সচেতন করতে মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে ছুটে গেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাঁদের আস্বস্ত করেন। কাউকে আতঙ্কিত না হতে বলেন। জানান, এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। কেউ যেন অযথা আতঙ্কিত না হন। রাজ্য সরকার সকলের পাশে আছে।
আরও পড়ুন-বিমানে মিমি-জিতের সহযাত্রীর করোনা-সন্দেহ!
