Wednesday, December 3, 2025

“একা থেকে লড়ব মারণ রোগের সঙ্গে” দেশে ফিরে সিদ্ধান্ত প্রসেনজিৎ-সৃজিতের

Date:

Share post:

করোনার জেরে বন্ধ শ্যুটিং। বিদেশ থেকে একে একে ফিরে আসছেন টলি সেলেবরা। মিমি, জিৎ, বিশ্বনাথের পরে বৃহস্পতিবার ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পরবর্তী ‘কাকাবাবু’ সিরিজের শুটিংয়ে দক্ষিণ আফ্রিকায় ছিলেন তাঁরা। জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে এদিন সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে টিম ‘কাকাবাবু’। এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিক ভাবে পাশ করেছেন তাঁরা। দু’জনেরই মুখ ঢাকা ছিল মাস্কে। সংবাদ মাধ্যমের সঙ্গেও মুখ ঢেকেই কথা বলতে দেখা যায় তাঁদের।

বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, দক্ষিণ আফ্রিকায় থাকতে তাঁদের কোনও অসুবিধে হয়নি। কিন্তু বিদেশ থেকে এসেছেন বলে, আপাতত বাড়িতে ১০ দিনের বেশি নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের বুম্বাদা।

সৃজিত মুখোপাধ্যায় জানান, করোনায় আক্রান্ত দেশগুলির মধ্যে নেই আফ্রিকা, তাই রাজারহাটে আইসোলেশন সেন্টরে যেতে হচ্ছে না। তবে, আগামী ১৪দিনের জন্য তিনি ‘হোম কোয়রান্টিন’-এ থাকবেন বলে জানান সৃজিত। পরিবার ও সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত।

শহরে ফিরে টুইটারে সৃজিত লেখেন, “সময়ের একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাঁদের পরিশ্রমেই শ্যুট শেষ করা গিয়েছে। এবার হোম কোয়রান্টিনে ১৪ দিন থাকব। কারণ ভারত এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিন্তু একসঙ্গে থেকে নয়।”
এ দিকে বুধবার শুটিং সেরে দেশে ফেরেন সাংসদ এবং অভিনেতা মিমি চক্রবর্তী ও জিৎ। মিমি জানান, আপাতত ১৪দিন বাড়িতেই থাকবেন তিনি। যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মিমি চক্রবর্তীকে মাস্ক ছাড়াই দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জিৎ, তাঁকে অবশ্য মাস্ক পরেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন-১৪দিন নিজেকে গৃহবন্দি রাখবেন মিমি! বন্ধ করে দিলেন অফিস

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...