ইতালি থেকে ফেরানো হল ভারতীয় পড়ুয়াদের

ইতালিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হল ২৬৩ জনকে। রবিবার সকালে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়া বিমান। এর আগেও বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দফায় দফায় ফিরিয়ে আনা হয়েছে। এদিন বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং হয় সংশ্লিষ্টদের। তারপর তাদের নিয়ে যাওয়া হয় ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ ক্যাম্পে। সূত্রের খবর, সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হবে পড়ুয়াদের।

ইতালিতে মৃত্যু মিছিল অব্যাহত। ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ৮০০ জনের।