জনতা কার্ফু: বিকেল ৫ টায় রাজভবনে সাইরেন বাজিয়ে অভিবাদন জানাবেন রাজ্যপাল

করোনা সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর আবেদন মেনে রাজ্যের মানুষকে জনতা-কার্ফু পালন করার অনুরোধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন জনতা কার্ফু পালন করবে বলে ঘোষণা করেছেন তিনি।

শুধু তাই নয়, আজ, রবিবার, বিকেল ৫ টায় করোনা-যুদ্ধের ‘সৈনিক’, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি পরিষেবা ক্ষেত্রে কর্মরতদের অভিবাদন জানাতে রাজভবনের সাইরেন ৫ মিনিট ধরে বাজানোর নির্দেশ দিয়েছেন তিনি। ওই সময়ে রাজভবনের বিখ্যাত সিঁড়িতে দাঁড়িয়ে জরুরি পরিষেবা ক্ষেত্রে কর্মরতদের অভিবাদন জানাবেন রাজ্যপাল৷

Previous articleকিছু অতিপন্ডিতের মুখে ঝামা ঘষে জনতা কার্ফুতে সামিল জনতা
Next article৩১ মার্চ পর্যন্ত দেশে কোনও প্যাসেঞ্জার ট্রেন চলবে না