Sunday, August 24, 2025

সেল্ফ আইসোলেশনের মধ্যেই টেকনোলজি ব্যবহার করে করোনা সচেতনতা চালাচ্ছেন মিমি! কীভাবে জানেন?

Date:

ডাইরেক্টর-প্রডিউসারের কথা রাখতেই ঝুঁকি নিয়ে লন্ডনে “বাজি” ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু করোনার জেরে শেষ পর্যন্ত শ্যুটিং বাতিল হওয়ায় শহরে ফেরেন অভিনেত্রী। কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি জানিয়ে দেন, বাড়ি ফিরেই নিজেকে গৃহবন্দি করবেন। এমনকী, পরিবারের লোকেদের সঙ্গেও কয়েকটা দিন দেখা-সাক্ষাৎ করবেন না। যেমন কথা তেমন কাজ। কারও সঙ্গে দেখা করছেন না তিনি। নিজের প্রিয় পোষ্যদের থেকেও দূরে থাকছেন মিমি।

তবে মানুষের ভোটে নির্বাচিত সাংসদ মিমি। আর এই সঙ্কটজনক মুহূর্তে তাঁর সংসদীয় এলাকার মানুষদের পাশে সরাসরি থাকতে না পারার জন্য বড়ই মন খারাপ তাঁর। সেই কারণেই তিনি অন্য উপায় অবলম্বন করেছেন। করোনা নিয়ে যাদবপুর সংসদীয় এলাকার মানুষকে সচেতন করতে এবার টেকনোলজিকে হাতিয়ার করলেন মিমি। হোম কোয়ারেন্টাইন-এ থাকা যাদবপুরের তৃণমূল সাংসদ যাদবপুরের প্রতিটি বিধানসভা এলাকায় মাস্ক বিতরণ-এর কর্মসূচি নিয়েছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবি সম্বলিত একটি সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যেখানে করোনা মোকাবিলায় রাজ্য সরকার ও WHO-এর নির্দেশিকা মেনে চলার আর্জি জানানো হয়েছে।

এই কর্মসূচি প্রথম নেওয়া হয় সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সুভাষগ্রাম অঞ্চলে। সেখানে ৭০জন বাচ্চাকে মাস্ক, স্যানিটাইজার এবং সাবান বিতরণ করা হয়। মিমি লন্ডন থেকে কলকাতা ফেরার পরই তাঁর আপ্তসহায়ক অনির্বাণ ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি বিধানসভা এলাকায় এরকম কর্মসূচি নেওয়া হয়। তবে বড় অনুষ্ঠান বা বেশি ভিড়-জমায়েত করে কর্মসূচি পালন না করা হয়, তারও নির্দেশ দিয়েছেন সাংসদ। সেই নির্দেশ মেনেই তাঁর আপ্তসহায়ক স্থানীয় এলাকার গুটিকয়েক পার্টিকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করছেন। এবং গোটা প্রক্রিয়াটি ঘরে বসে আত্মসহায়ক-এর সঙ্গে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত করছেন মিমি নিজেই। সবাইকে সরকারি নির্দেশ পালনের অনুরোধ করছেন। সচেতন থাকতে বলছেন। সাবধানে থাকতে বলছেন। একইসঙ্গে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

মিমি নিজেও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এখনও পর্যন্ত কোনও সমস্যাই হয়নি তাঁর। তাই সেল্ফ আইসোলেশনের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রাস্তায় নামবেন সাংসদ মিমি। সঙ্কট কাটাতে দাঁড়াবেন মানুষের পাশে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪এপ্রিল একটি জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে প্রকাশ্যে আসতে চলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version