Tuesday, August 26, 2025

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র করোনা সংক্রমণের থেকে বাঁচতে পরিষ্কার জল ও অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে । এরই পাশাপাশি ৭টি জিনিস স্পর্শ করা মাত্রই হাত ধোয়ার পরামর্শ দিয়েছে তারা । জেনে নিন সেই ৭ টি জিনিস সম্পর্কে ।

১. রেস্টুরেন্ট মেন্যু: রেস্টুরেন্টে খেতে গেলে আমরা সবাই হাত দিয়ে মেন্যু কার্ড ধরি। একটি মেন্যু কার্ড অনেক মানুষই হাতে নেন। মনে রাখবেন এতে লাখ লাখ ব্যাকটেরিয়া থাকে।
২. টাচস্ক্রিন: মোবাইলের টাচস্ক্রিন বা অফিসের বায়োমেট্রিক স্ক্যানার আমাদের নিত্যদিনের সঙ্গী । এগুলোও কিন্তু জীবাণু বহন করে।
৩. টাকা: নোট বা কয়েন দিনে অনেকবার হাত-বদল হয় । তাই এতে নানা ধরণের জীবাণু লেগে থাকে। মনে করে টাকা হাত দিয়ে ধরার পর অবশ্যই হাত জীবানুমুক্ত করে নিতে হবে ।
৪. গাড়ি বা দরজার হাতল: গণপরিবহনের হাতল, অফিস-আদালত, দোকানপাট, লিফট প্রভৃতির দরজায় হাত দেওয়ার পর ব্যাকটেরিয়া ঠেকাতে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে ।
৫. চিকিৎসক ও হাসপাতালের জিনিসপত্র: একজন চিকিৎসকের কাছে নানারকম রোগী আসেন । ফলে সেখানকার অধিকাংশ জিনিসেই ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে।
৬. কিচেন বোর্ড এবং স্পঞ্জ: রান্নাঘর হলো বাড়ির অন্যতম জীবাণুবোঝাই স্থান। এখানে বাজারের কাঁচা খাবারের সঙ্গে সঙ্গেই বিভিন্ন খাবার, ফলমূল, শাকসবজি, মাছ-মাংস এবং রান্নাঘরের জিনিসপত্র ধোওয়া ও পরিষ্কার করা হয়।
৭. এয়ারপোর্টের জিনিসপত্র: প্রতিদিন অসংখ্য মানুষ বিমানে যাতায়াত করেন । এয়ারপোর্টের জিনিসপত্রে অনেক মানুষের স্পর্শের ফলে জীবাণু ছড়ানোর সম্ভাবনাও বেশি। তাই হাত ধোওয়াটা আবশ্যিক। তাই নিজেকে জীবাণুমুক্ত রাখতে এই সাতটি পরামর্শ অবশ্যই মনে রাখবেন ।

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version