করোনা সংক্রমণ আটকাতে সোমবার থেকে সান্ধ্যকালীন কারফিউ জারি হচ্ছে গোটা সৌদি আরবে। চলবে টানা ২১ দিন। সৌদির রাজা সলমন আবদুল আজিজ এই নির্দেশ জারি করেছেন। এর ফলে আজ থেকে প্রতিদিন সন্ধে সাতটায় কারফিউ বলবৎ হবে। চলবে পরদিন সকাল ছটা পর্যন্ত। এই সময়ে রাস্তাঘাটে কেউ বেরোতে পারবে না, সবাইকে বাড়িতেই থাকতে হবে। স্বাস্থ্য পরিষেবা সহ নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রেই শুধু ছাড় থাকছে। নিয়ম ভাঙলে কড়া শাস্তির বন্দোবস্ত থাকছে।