যত দিন যাচ্ছে বেড়ে চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। আতঙ্ক ছড়াচ্ছে গোটা দেশে। রাজ্যের চেহারাও ভয়াবহ। তাই সরকারি হাসপাতালগুলোতে বাড়ানো হচ্ছে আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা। 300 করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার পরিকাঠামো গড়ে তুলতে নির্দেশ দেওয়া হলো এন আর এস হাসপাতাল কে। এন আর এস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এবার হাসপাতলে থেকেই রোগীদের পরিষেবা দেবেন স্বাস্থ্যকর্মীরা । অন্যদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে আরো পাঁচটি এবং গোটা দেশে ৭৯টি বেসরকারি পরীক্ষাগারকে অনুমোদন দিল করোনা পরীক্ষার।

রইল পশ্চিমবঙ্গের তালিকা- ১) অ্যাপোলো হসপিটাল। ২) SRL লিমিটেড রেফারেন্স ল্যাবরেটরী সল্টলেক সিটি। ৩) SRL লিমিটেড, ফর্টিস হসপিটাল, ৭৩০ আনন্দপুর, ইএম বাইপাস । ৪) সুরক্ষা ডায়াগনস্টিক,নিউ টাউন। ৫) মেডিকা সুপার স্পেস্যালিটি হসপিটাল, কলকাতা।
