Saturday, August 23, 2025

‘করোনা-যোদ্ধা’ ডাক্তার ও নার্সদের থাকা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Date:

করোনা-যুদ্ধে আগামী ২-৩ সপ্তাহ গুরুত্বপূর্ণ। সেই সময়ে যদি কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, সে কথা মাথায় রেখে সরকারি হাসপাতালে দ্রুত পরিষেবা দেওয়া নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দূর থেকে যে-সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে আসতে হয়, তাঁদের জন্য হাসপাতালের কাছাকাছি হোটেলে থাকার ব্যবস্থার নির্দেশ দিলেন তিনি। সোমবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকেই মুখ্যমন্ত্রী এ কথা জানান। মমতা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, হাসপাতালের কাছেই হোটেল রিকুইজিশন করা থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতেও আগামী কয়েক সপ্তাহে আক্রান্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়তে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে ডাক্তার-নার্স- স্বাস্থ্যকর্মীদের থাকা এবং আইসোলেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। প্রতিটি জেলায় বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়ি, ফ্লাড সেন্টার, কমিউনিটি হলগুলিকে চিহ্নিত করে রিকুইজিশন করে রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে জরুরি প্রয়োজনে সেগুলিকে অস্থায়ী হাসপাতাল বা হোম কোয়ারান্টিন হিসেবে ব্যবহার করা যায়। যে-সব জেলায় সরকারি প্রজেক্টে ভবন তৈরি হয়েছে, অথচ এখনও ব্যবহার শুরু হয়নি, সেগুলিকেও কাজে লাগাতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলিকেও একই পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্কুল-কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ারান্টিনের জন্য ব্যবহার করা যাবে না।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version